মুন্সিগঞ্জ, ১১ আগষ্ট, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওয়াটখালী এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সকাল সাড়ে ৬টা’র দিকে কেওয়াটখালী এলাকায় মাওয়া মুখী রাস্তায় এই ঘটনা ঘটে।
নিহত শামীম (২৮) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার যশলদিয়া পূর্নবাসনকেন্দ্রের সিরাজ হাওলাদার এর ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়ামাহা কোম্পানির ফেজার মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল ৫০-৭৩৩১) নিয়ে নিহত ব্যক্তি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পাশে রেলিং এর সাথে আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন।
সংবাদ পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ও মোটরসাইকেল হেফাজতে নেয়।