মুন্সিগঞ্জ, ১২ সেপ্টেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর ভর্তি শুরু হচ্ছে আগামীকাল।
কলেজ সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট প্রফেসর ডঃ ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কাল থেকে শুরু হয়ে চলবে ৩ দিন।
১৩, ১৪, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত যেসকল শিক্ষার্থীরা নিশ্চিতকরণ ম্যাসেজ পেয়েছেন তাদেরকে কলেজে উপস্থিত হয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।
কলেজ কতৃপক্ষ জনিয়েছে, এবছর বিজ্ঞান শাখার জন্য ভর্তি ফি ধরা হয়েছে, ১৫ হাজার ৪৩২ টাকা, ব্যবসায় শিক্ষার শাখার জন্য ১৪ হাজার ৮৮২ টাকা, মানবিক শাখার জন্য ১৪ হাজার ৩৩২ টাকা।