১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৫
Search
Close this search box.
Search
Close this search box.
প্রেম, দেহভোগ, প্রেগন্যান্ট অতঃপর পলাতক প্রেমিক, ঘটনা মুন্সিগঞ্জের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রতারক প্রেমিকের বিরুদ্ধে থানায় মামলা করেছে ৬ মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরী।

গত সোমবার রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামের ওই কিশোরী বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করে।

এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কারসাজিতে এলাকা থেকে টিপু নামে ওই প্রতারক প্রেমিক পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও ওই কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভাগ গ্রামের আঃ আজিজ ওরফে জলিল মিয়ার ছেলে টিপু (২১) পাশের গ্রামের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে টিপু।

সর্বশেষ গত ১৩ই জুলাই সন্ধ্যা রাতে টিপু সুরদিয়া গ্রামে ওই কিশোরীর প্রতিবেশীর বাড়িতে নিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বিয়ের জন্য টিপুকে চাপ দিলে সে টালবাহানা শুরু করে। পরে নিরুপায় হয়ে ওই কিশোরী তার পরিবারের কাছে সমস্ত ঘটনা খুলে বলে।

কিশোরীর পরিবার বিষয়টি স্থানীয় চেয়ারম্যান বাবুল হোসেন বাবুকে জানায়। চেয়ারম্যান কিশোরীর পরিবারকে আইনগত সহায়তার পরিবর্তে বিষয়টি সুরাহার জন্য ওই ওয়ার্ডের ইউপি সদস্যকে দায়িত্ব দেন। এ সুযোগে প্রতারক টিপু পালিয়ে যায় বলে কিশোরীর পরিবার অভিযোগ করে। পরে নিরুপায় হয়ে কিশোরী বাদী হয়ে শ্রীনগর থানায় মামলা দায়ের করে।

এ ব্যাপারে বাবুল হোসেন বাবুর মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। তবে বিষয়টি কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ইয়াসিন মিয়া স্বীকার করেছেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

error: দুঃখিত!