প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জেলার মধ্যে পাসের হারের দিক থেকে মুন্সিগঞ্জ প্রথম হয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৯২।
গতকাল বৃহস্পতিবার এ ফল প্রকাশিত হয়।
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা প্রথম আলোকে বলেন, এবার পিইসি পরীক্ষায় মুন্সিগঞ্জ জেলা থেকে মোট ২৭ হাজার ৭১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ২৭ হাজার ৬৯৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়। এর মধ্যে ৩ হাজার ৫৫০ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৯ দশমিক ৯২। এদিকে এ জেলায় ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় ১০ হাজার ২৮৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ হাজার ২৫২ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৯৭ দশমিক ২।
জেলার মোট ছয়টি উপজেলা থেকে পিইসি ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট ৩৮ হাজার ৬ শিক্ষার্থী নেয়।
ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় গজারিয়া উপজেলা থেকে ১৩ জন, সিরাজদিখানে নয়জন, টঙ্গিবাড়ী দুজন, লৌহজংয়ে তিনজন, শ্রীনগর দুজন ও সদর উপজেলা থেকে পাঁচজনসহ ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
পিইসিতে সিরাজদিখান উপজেলায় ১ হাজার ৫৫ জন, শ্রীনগরে ৭ ৫১ জন, সদরের ৬৪০, টঙ্গিবাড়ীতে ৪২০, লৌহজংয়ে ৩৯৬ এবং গজারিয়া উপজেলায় ২৮৮ জন জিপিএ-৫ পেয়েছে।
জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, সব বিদ্যালয়ই ভালো ফলাফল করেছে। এই ফলাফল ধরে রেখে আরও ভালো করার উদ্যোগ নেওয়া হবে।