মুন্সিগঞ্জ, ১৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে গ্রে রঙের টয়োটা এক্সিও গাড়িতে করে ১৮কেজি গাঁজা পরিবহন করছিলো একটি চক্র। এসময় মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিমের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখেই পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে উদ্ধার হয় মাদক।
আজ বুধবার রাতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, আজ বিকাল ৪টার দিকে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা বাজারের স্মৃতিস্তম্ভ এর সামনের পাঁকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় ডিবি। এসময় প্রাইভেট কারে থাকা মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এসময় গাড়ির ভিতর থেকে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং সংশ্লিষ্ট গাড়ি জব্দ করা হয়।