১২ ডিসেম্বর মাওয়ায় পদ্মা সেতুর মূল পাইলিং কাজের উদ্বোধন উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যোগ দিতে টঙ্গীবাড়ীতে ব্যাপক প্রস্তুতি চলছে।
শনিবার বিকাল ৫ টায় শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত টঙ্গীবাড়ী উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট সোহানা, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাফিজ আল আসাদ বারেক প্রমুখ।
প্রধানমন্ত্রীর সমাবেশে টঙ্গীবাড়ী থেকে ৪০ হাজার আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক যোগ দেবে বলে উপজেলার ১৩ টি ইউনিয়নের নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করে।