মিরকাদিম প্রতিনিধি: অাসন্ন ১২ডিসেম্বর মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পদ্মা সেতুর মূল পাইলিং উদ্বোধন ও জনসভা সফল করতে অাজ ৯ডিসেম্বর বিকেল ৫টা’য় মুন্সিগঞ্জ সদর উপজেলা’র মিরকাদিমে বর্ধিত সভা করেছে মিরকাদিম পৌর ছাত্রলীগ।
মিরকাদিম পৌর ছাত্রলীগের সভাপতি খালেদ মোহাম্মদ রকি’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল।
সভায় অারও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাই এইচ শান্তনুর, সাবেক দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম পলাশ, ছাত্রলীগ নেতা অাপন দাস প্রমুখ।
সভায় মিরকাদিম পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। তারা জনসভা সফল করতে তাদের পরিকল্পনা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল বলেন, ‘দেশরত্ম জননেত্রী শেখ হাসিনা’র অনবদ্য সাহসিকতা ও অক্লান্ত পরিশ্রমের ফসল অাজকের পদ্মা সেতু। অার এই সেতুর মূল পাইলিং উদ্বোধন করতে তিনি অামাদের মাঝে অাসছেন। তাই তার এই জনসভাকে জনসমুদ্রে রুপান্তর করতে অামাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে’।
পাভেল অাসন্ন পৌর নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ‘নৌকা অামাদের শুধু দলীয় নয়, প্রাণেরও প্রতীক। সুতরাং অাসন্ন নির্বাচনে জননেত্রী মনোনিত মিরকাদিমের প্রার্থী শহিদুল ইসলাম শাহিন এর পক্ষে নৌকা প্রতীক নিয়ে সকল ছাত্রলীগ নেতা-কর্মীকে কাজ করতে হবে। তাকে জয়যুক্ত করতে হবে।’