১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৩৯
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

গত ২১ আগস্ট ২০২১ ইং তারিখে ‘আমার বিক্রমপুর’-এ ‘মুন্সিগঞ্জে হিমাগারের গাফিলতিতে আলু পচে যাওয়ার অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সংবাদে উল্লেখিত শ্রীনগর কোল্ড ষ্টোরেজ লিমিটেডের ব্যবস্থাপক শিশির আহম্মেদ।

প্রতিবাদে উল্লেখিত তার বক্তব্য হুবহু তুলে ধরা হলো-

জনাব, আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২১/৮/২১ইং তারিখে আমার বিক্রমপুর পত্রিকায় প্রকাশিত মুন্সিগঞ্জে হিমাগারের গাফিলতিতে আলু পচে যাওয়ার অভিযোগ শিরোনামে সংবাদে আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান মর্মাহত। আপনার পত্রিকার যে সুনাম মুন্সিগঞ্জ থেকে শুরু করে সারাদেশে পাঠকদের কাছে যেভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে তাতে আমরা নিজেরাও গর্ববোধ করি। গত ২১/৮/২১ইং তারিখে আমাদের প্রতিষ্ঠান শ্রীনগর কোল্ড স্টোরেজ লিঃ এর যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও অপ্রাসঙ্গিক।

আপনার সংবাদের প্রতিবাদে বলতে চাই, শ্রীনগর কোল্ড স্টোরেজ লিঃ নামক হিমাগারে আলু পচে যাওয়া অভিযোগ এবং টেকনিকাল কারনে হিমাগারে অসংখ্য বস্তা আলুতে পচন ধরা এবং বেশিরভাগ আলু সোট্টা হয়ে গেছে অভিযোগটি সত্য নয়। কারন কোন কোল্ড স্টোরেজ আলু নষ্ট করে না। বিশেষ করে শ্রীনগর কোল্ড স্টোরেজ লিঃ লাভ-ক্ষতি বিবেচনা না করে সবসময় ভালো সেবা প্রদান করার চেষ্টা করে।

টেকনিক্যাল জনিত সমস্যার কারনে আলু নষ্ট হলে সকল আলু নষ্ট হতো। শুধু ১৯ বস্তাই সমস্যা হতো না। তবে একজনের ঘটনায় নিউজ না করে নষ্টের ব্যাপকতা বুঝে নিউজ করা উচিৎ ছিল। কারন অভিযোগকারীর আলুর মানই খারাপ ছিলো।

অতএব, আপনার পত্রিকায় প্রকাশিত সংবাদের জন্য আমরা দুঃখের সাথে প্রতিবাদ জানাচ্ছি। সংবাদের সাথে বাস্তবতার কোন অস্তিত্ব ও সত্যতা না থাকাতে আমরা বিব্রতবোধ করছি। অদূর ভবিষ্যতে আপনি বিষয়টি সদয় দৃষ্টিতে দেখবেন এই প্রত্যাশা করি।

-শিশির আহম্মেদ, ব্যবস্থাপক, শ্রীনগর কোল্ড স্টোরেজ লিঃ।

সংশ্লিষ্ট প্রতিবেদকের বক্তব্য- প্রকাশিত প্রতিবেদনে উল্লেখিত অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে সংবাদটি উপস্থাপন করা হয়েছে। সেখানে অভিযুক্ত পক্ষের কতৃপক্ষের বক্তব্যও ছিলো। প্রতিবেদনে প্রতিবেদকের মনগড়া কোন তথ্য নেই।

 

error: দুঃখিত!