দলীয় মনোনয়নে মেয়র নির্বাচনের বিধান রেখে সংসদে পাস হওয়া স্থানীয় সরকার (সংশোধন) বিলে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সম্মতি জানিয়ে সই করেছেন।
এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হলো। পৌরসভা নির্বাচনে এখন আর কোনো বাধা থাকলো না।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি হয়।
এর আগে, ১৯ নভেম্বর রাতে স্থানীয় সরকার (সংশোধন) বিল-২০১৫ সংসদে পাস হয়।
এ বিল পাস হওয়ায় এখন থেকে পৌরসভা নির্বাচনে শুধুমাত্র মেয়ররাই দলীয়ভাবে মনোনীত প্রার্থী হতে পারবেন।
এছাড়া রাষ্ট্রপতি আরও চারটি বিলে সই করেন। এগুলো চলতি ৮ম অধিবেশনেই পাস হয়েছে।
রাষ্ট্রপতির সই করা অন্য চারটি বিল হচ্ছে- উন্নয়ন সারচার্জ ও লেভী (আরোপ ও আদায়) বিল-২০১৫, বাংলাদেশ কয়েন (সংশোধন) বিল-২০১৫, গণকর্মচারী (বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ) বিল-২০১৫ ও ট্রেডমার্ক (সংশোধন) বিল।