২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:৫১
‘পুলিশ আমার বাপটাকে মারল। আমাদের এখন কী হবে?’
খবরটি শেয়ার করুন:

রাজধানী মিরপুর গুদারাঘাট এলাকায় চাঁদার দাবিতে পুলিশের লাঠির আঘাতে স্টোভ বিস্ফোরণে আগুনে দগ্ধ চা-দোকনি বাবুল মাতাব্বরের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় হাসপাতালে মারা যান তিনি।

বাবুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

বাবুলের ছেলে রাজু জানান, কনস্টেবল দেলোয়ার পুলিশের এক সোর্সকে নিয়ে ফুটপাতে তার দোকানে এসে চাঁদা দাবি করে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে দোকানের চুলায় সজোরে আঘাত করেন দেলোয়ার। এতে স্টোভ বিস্ফোরিত হয়ে বাবুল দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে মারা যান বাবুল।

হাসপাতালে রাজু আহাজারি করতে করতে বলেন, ‘পুলিশ আমার বাপটাকে মারল। আমাদের এখন কী হবে?’

এ ব্যাপারে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল বলেন, দেলোয়ার থানার কনস্টেবল নন, তিনি থানার সোর্স (তথ্যদাতা)।

error: দুঃখিত!