পাকিস্তানে বহু শিশুকে যৌন নিপীড়নের সাথে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শত শত শিশুকে যৌন নিপীড়ন করা হয়েছে এমন খবর বের হবার পর পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ এ ব্যাপারে একটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, শিশুদেরকে যৌন নিপীড়ন করবার ভিডিও ধারণ করতো একটি চক্র এবং পরে ওই ভিডিওগুলো দেখিয়ে তাদের পিতা-মাতাকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করা হত।
কাসুর শহরের কাছে একটি গ্রামকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে এই নিপীড়নের ঘটনা ঘটে আসছিল।
গত সপ্তায় কাসুরে এমন নিপীড়নের শিকার কয়েকটি শিশুর পরিবারের সদস্যরা তাদের অভিযোগ আমলে না নেয়ায় পুলিশের সংঘর্ষ জড়িয়ে পড়ে এবং এতে কুড়ি জন আহত হয়।
খবরে বলা হচ্ছে, চক্রটির হাতে অন্তত ২৮০টি শিশু নিপীড়িত হয়েছে এবং শত শত ভিডিও তৈরি করা হয়েছে।
ভিডিওতে শিশুদেরকে একে অপরের সাথে যৌন সঙ্গমে বাধ্য করতে দেখা গেছে।