৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৩:৫৩
পরিচালনায় প্রসূন আজাদ
খবরটি শেয়ার করুন:

নায়িকা থেকে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন প্রসূন আজাদ। ছবির নাম রেখেছেন ‘পাপ’। তবে এই ছবিটি বড়পর্দায় মুক্তি দেবেন না প্রসূন। অনলাইন অথবা কোন একটি ফেষ্টিভ্যালে দেখতে পাবেন দর্শক। এরই মাঝে ছবিটির প্রি-প্রডাকশনের কাজ করছেন নায়িকা প্রসূন।

এই সম্পর্কে প্রসূন আজাদ বলেন, ‘চলচ্চিত্রটা আসলে আমি নিজের জন্য বানাচ্ছি। এর কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ আমার নিজে। গতানুগতিক ধারার বাইরের একটি কাজ বলতে পারেন। যা আসলে আমি আমার মনের মাধুরী মিশিয়ে বানাবো। গল্প প্রায় রেডি। ছবিটির শুটিং দেশের বাইরেও করবো। এখন আর বেশি কিছু জানাতে পারছি না’।

ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রসূন আজাদের হবু স্বামী মোহাইমিন সানি। তার বিপরীতে অভিনয় কে করছেন তা এখনো ঠিক হয়নি। তবে প্রসূনেরই অভিনয় করার সম্ভাবনা আছে। আগামী বছর ২৭ এপ্রিল প্রসূনের জন্মদিনে ছবিটি মুক্তি পাবার কথা রয়েছে।

এর আগে নায়িকা থেকে সুচন্দা, কবরী ও মৌসুমী পরিচালকের খাতায় নাম লিখিয়েছেন। তাদের পথেই হাঁটলেন লাক্স- চ্যানেল আই-এর সুন্দরী প্রতিযোগিতা মিডিয়ায় আসা প্রসূন আজাদ।

error: দুঃখিত!