মুন্সিগঞ্জ, ১১ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং এলাকাধীন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে ১০টন পলিথিনসহ দক্ষিণবঙ্গগামী একটি পিকআপ ভ্যান জব্দ করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। এসময় চালক ও সহযোগীকে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে একপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা স্কেলের সামনে বিশেষ ওই অভিযান পরিচালিত হয়।
এসময় পিকআপ চালক মো. শরিফুল ইসলাম (৩৪) ও হেলপার মো. সজলকে (২২) আটক করা হয়। দুজনেই যশোর জেলার বেনাপোল এলাকার বাসিন্দা।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আটক পিকআপটি থানা হেফাজতে রয়েছে।