মুন্সিগঞ্জ ১৮ নভেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আবারও শুরু হয়েছে পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। সব কিছু ঠিক থাকলে ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর কাল বসতে যাচ্ছে ১৬তম স্প্যান। পাড়ের কাছে হওয়ায় কালকের মধ্যেই স্প্যানটি বসিয়ে দেয়ার পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। এতে দৃশ্যমান হবে প্রায় আড়াই কিলোমিটার সেতু। প্রকল্প পরিচালক জানিয়েছেন, ড্রেজিং করে কাজ এগিয়ে নিতে হওয়ায় প্রকল্প পিছিয়ে যাচ্ছে। চলতি মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
পদ্মার বহু রূপ। সময় এবং প্রকৃতির সাথে সাথে তাই পাল্টে যায় নদীর চেহারা। সবশেষ ১৫তম স্প্যানটি বসাতে সময় লেগেছিলো অপ্রত্যাশিত ৮দিন। ক্রেনে তুলে নদীতে ভাসিয়ে রাখতে হয়েছিলো স্প্যান। দিনরাত ড্রেজিং করে সরাতে হয়েছে নদীর তলদেশের পলি। বর্ষায় প্রায় সাড়ে ৩ মাস কাজ বন্ধ রাখার পর নদীর স্রোত কমে আসায় অক্টোবর মাসে পরিকল্পনা ছিলো ৩/৪টি স্প্যান বসানোর। বসানো যায় মাত্র একটি।
এবার ১৬তম স্প্যান বসানোর প্রস্তুতি নেয়ার পরও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে সরিয়ে নিতে হয় সব যন্ত্রপাতি। সে সমস্যা কেটে গেছে। তবে এখনও নদীতে আছে নাব্য সঙ্কট। এভাবে পলি কেটে কেটে স্প্যান বসাতে সমস্যা হচ্ছে বলে জানান পদ্মা বহুমুখী সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘আজকে ড্রেজিং ২ মিটার করলে কালকে এটা গিয়ে ১ মিটার হয়ে যায় আর এক মিটার ভরে যাচ্ছে। যার জন্য সময় ব্যয় বেড়ে যাচ্ছে।’
১৫টি স্প্যান নদীতে বসানো আছে। চীন থেকে দেশে এসে পৌঁছেছে আরও ১৭টি স্প্যান, এর মধ্যে বসানোর জন্য পুরো প্রস্তুত আছে ৫টি। সেতুর ৪২টি পিলারের মধ্যে পুরো প্রস্তুত এখন ৩২টি।