মুন্সিগঞ্জ ৪ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়নের দূর্গাবাড়ী এলাকা থেকে এক কোটি চল্লিশ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ ও ১০ জনকে আটক করা হয়েছে। এসময় ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার (৪ ডিসেম্বর) মুন্সিগঞ্জের দূর্গাবাড়ী এলাকায় আকস্মিক অভিযানে সানজানা, হাজারী ও রণি ফিলামেন্ট ইন্ডাস্ট্রিজ থেকে পাঁচটি মিনি ট্রাকে ১০৪ বস্তা কারেন্ট জাল, যার দৈর্ঘ্য আনুমানিক মূল্য প্রায় ৫২ লক্ষ টাকা এবং ৮০ বস্তায় প্রায় ১২০০ কেজি মনোফিলামেন্ট সুতা যার মূল্য প্রায় তিন লক্ষ টাকা জব্দ করা হয়।
এসময় দশ জনকে আটক করা হয় ও ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আটক কারেন্ট জাল পরবর্তীতে পুড়িয়ে ফেলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শিহাবুল আরিফ।
এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার জনাব মোঃ জিল্লুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক জনাব সুনীল মন্ডল, সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আবুল কালাম আজাদ, সদর থানা পুলিশের এসআই আইয়ুব আলী।