নিজস্ব প্রতিবেদকঃ নানা নাটকীয়তা শেষে মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে অাওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে যাচ্ছেন সদর উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি অাবদুস সাত্তার মিয়া।
তিনি ফিরিঙ্গিবাজার এলাকার মৃত অালী পোদ্দারের ছেলে।
কেন্দ্রীয় অাওয়ামীলীগের একটি বিশ্বস্ত সূত্র অাজ দুপুরে ‘অামার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছে।
এর অাগে এই ইউনিয়নে জেলা অাওয়ামীলীগ মনোনয়ন দেয় বিএনপি ছেড়ে সদ্য অাওয়ামীলীগে যোগ দেয়া একসময়ের শীর্ষ অস্র ব্যবসায়ী গোলাম মোস্তফা কে। এরপর এই মনোনয়নের প্রক্রিয়া নিয়ে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের বিষয়টি প্রধানমন্ত্রীর গোচরে এলে সন্ত্রাসী গোলাম মোস্তফার মনোনয়ন বাতিল করে বাংলাদেশ অাওয়ামীলীগ।
নতুন করে মনোনয়ন চাওয়া হলে এখানে নিজেদের নাম জমা দেন সদর উপজেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি অাব্দুস সাত্তার মিয়া ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট গোলাম মাওলা তপন।
এদুজনের মধ্যে এখন পর্যন্ত সাত্তার মিয়া’র ‘নৌকা’ প্রতীক পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানা গেছে।
অাজ সকালে ‘অামার বিক্রমপুর’ এর সাথে অালাপকালে সাত্তার মিয়া বলেন, পঞ্চসারের সাধারণ মানুষ ও অাওয়ামীলীগ নেতাকর্মীদের অনুরোধে অামি নির্বাচনে নেমেছি। প্রধানমন্ত্রী যদি চান তার একনিষ্ঠ একজন কর্মী হিসেবে অামাকে নৌকা প্রতীকে নির্বাচন করাবেন তাহলে অামি সর্বোচ্চ প্রস্তুত অাছি। একইসাথে দলীয় মনোনয়নের ব্যপারে অামি অাশাবাদী।