মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল হিসাবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এতে বিদ্যালয়টির ৭১১ শিক্ষার্থীর মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
প্রায় ৭৫ বছর আগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির শিক্ষার গুনগত মান, শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ এবং বিদ্যায়টির অবকাঠামোসহ সর্বিক বিষয় বিবেচনা পঞ্চসার ইউনিয়নের এই শিক্ষালয়টিকে মডেল বিদ্যালয় ঘোষণা করা হয়।
ইউএনও সারাকান তাহুরা জানান, আগে উপজেলা ও জেলা পর্যায়ে মডেল প্রাথমিক বিদ্যালয় করা হলেও সরকার ইউনিয়ন পর্যায়েও মডেল করার পরিকল্পনা নিয়েছে। এরই অংশ হিসাবে জেলায় প্রথমবারের মত এটি করা হয়।