মুন্সিগঞ্জ, ৩১ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দি ইউপি উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু টাকা দিয়ে ভোট কিনছেন বলে অভিযোগ করেছেন ইউনিয়নের বেশ কয়েকজন ভোটার।
অনেক ভোটার নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠুর কাছ থেকে ভোট দেয়ার বিনিময়ে টাকা নিয়েছেন বলেও জানিয়েছেন।
ইউনিয়নটির ১ নং ওয়ার্ডের ভোটার মোমিন বেপারি (৫৫) বলেন, নৌকার থেকে টাকা পাইছি, নৌকা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দিবো না। টাকা দিছে, এক টাকা পাই-দুই টাকা পাই, পাইছিতো।
নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভোটারের অভিযোগ, নৌকা প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু টাকা দিয়ে ভোট কিনছেন।
অভিযোগের বিষয়ে জানতে মনিরুল হক মিঠু কে ফোন দেয়া হলে অভিযোগ শুনে তিনি ফোনে নেটওয়ার্ক নেই বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার লিটন মিয়া বলেন, যদি কোন প্রার্থীর বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার বিষয়ে প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মারা যাওয়ায় এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আগামী বুধবার (২ নভেম্বর) ইভিএম পদ্ধতিতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।