মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
নোয়াখালীর এখলাছপুরে নারীর শ্লীলতাহানি ও পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সামাজিক সংগঠন আল হামিদ সেবা সংস্থা।
মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ২ টায় সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর মাদ্রাসা থেকে সৈয়দপুর বাজারের রাস্তায় এখলাসপুরে ধর্ষনের ঘটনায় জড়িত ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করা হয়।
আল হামিদ সেবা সংস্থা এর সভাপতি মুহাদ্দিস মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও মাওলানা আবু সাহাদাত খান সঞ্চালনায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে উপস্থিত আল হামিদ সেবা সংস্থা এর কার্যনির্বাহী সদস্য মাওলানা মাহমুদউল্লাহ, রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এনামুল ইসলাম, আহম্মেদ সাব্বির, প্রিন্স সালমান ছিলেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা সারা দেশে চলমান ধর্ষণ ও এখলাসপুরে গৃহবধূর উপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়াও বাংলাদেশের সংসদে ধর্ষণের শাস্তি মৃত্যুদন্ড রেখে আইন পাশ করে সকল ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাসির দাবি জানান।