পৌরসভার নির্বাচনে মুন্সিগঞ্জের ২পৌরসভায় বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জে বিজিবি মোতায়েনের কথা বলা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩১ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মুন্সিগঞ্জ শহর ও মিরকাদিম এলাকায় বিজিবি মোতায়েন করা হবে।
এছাড়া দেশের যেসব পৌর এলাকায় ভোটারের সংখ্যা এক লাখের ওপরে সেখানে দুই প্লাটুন বিজিবি, এক লাখের নিচে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে।
ইসির একটি সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ৩১ ডিসেম্বর পর্যন্ত পৌরসভা এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া, ফলাফল ঘোষণা ও নির্বাচন পরবর্তী সহিংসতা প্রতিরোধে এই নিরাপত্তাব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।