২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ৯:০৯
নানা আয়োজনে মুন্সিগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১১ ডিসেম্বর, ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

আজ ১১ ডিসেম্বর। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় নদীবেষ্টিত জেলা মুন্সিগঞ্জ।

জেলার বিভিন্ন স্থানে সম্মুখযুদ্ধ আর মুক্তিযোদ্ধাদের একের পর এক সফল অপারেশনের ফলে সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্প থেকে ১১ ডিসেম্বর ভোরে হানাদার বাহিনী লেজ গুটিয়ে মুন্সিগঞ্জ শহর ছেড়ে পালায়। গা-ঢাকা দেয় পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকাররাও।

৯ মাসের নিস্তব্ধতা ভেঙে মুন্সিগঞ্জের আকাশে উড়ে বিজয় কেতন। মুক্তি বাহিনী ও জনতার আনন্দ মিছিলে মুখরিত হয় মুন্সিগঞ্জের পথ-প্রান্তর।

বুধবার নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিনটি।

সকাল ৯টার দিকে শহরের পুরাতন কাচারি এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ও জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

পরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, মুন্সিগঞ্জ প্রেসক্লাব, সদর উপজেলা প্রশাসন, জেলা বিএনপি, মুন্সিগঞ্জ পৌরসভা, মিরকাদিম পৌরসভা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়।

মুন্সিগঞ্জ জেলা বিএনপির পুষ্পস্তবক অর্পণ। ছবি: আমার বিক্রমপুর।

সকাল ১১টার দিকে মুক্তিযোদ্ধাদের নিয়ে বর্ণাঢ্য র্যালী বের করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে মুক্তিযুদ্ধকালীন কমান্ডারদের উপস্থিতিতে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে হয় আলোচনা সভা।

 

error: দুঃখিত!