মুন্সিগঞ্জ, ১২ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাবার বন্ধুদের সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে তর্ক বিতর্কের জেরে দুইজনকে ছুরিকাঘাত করে পালিয়েছেন এক যুবক।
আজ রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ জেলা সদরের নয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
ছুরিকাহত শরিফ হোসেনকে (৩২) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি ও মোবারক হাজারিকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। উভয়ের বাড়ি নয়াগাঁও পূর্বপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াগাঁও এলাকার শরিফের মুদি দোকানের সামনে মৃদুল দেওয়ান (২০) নামে এক যুবক দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে কথা বলছিলেন। এসময় ছুরিকাহত মোবারক হাজারি ও মুদি দোকানি শরিফ এসব কথাবার্তা বলতে মৃদুলকে বারণ করে। এ নিয়ে মৃদুল তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। পরে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
তাৎক্ষনিক ঘটনাটি মৃদুলের বাবা টিটুর কাছে মোবাইল ফোনে জানান মোবারক ও শরিফ। ঘটনা জানার পরপরই টিটু দেওয়ান তার ছেলেকে মোবাইল ফোনে শাসালে ক্ষিপ্ত হয়ে উঠে মৃদুল। এক পর্যায়ে শরীফ ও মোবারককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে।
মৃদুল শহরের ইদ্রাকপুর এলাকার টিটু দেওয়ানের ছেলে। আর মোবারক ও শরীফ মৃদুলের বাবা টিটু দেওয়ানের শৈশবের বন্ধু।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।