মুন্সিগঞ্জ, ১১ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য মুন্সিগঞ্জের দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৮ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুলাই) টংগিবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ (চেয়ারম্যান) উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এম. কে আহমেদ স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সে অনুযায়ী- চেয়ারম্যান প্রার্থী আব্দুল মান্নান খান পেয়েছেন অটোরিক্সা প্রতীক, আলহাজ্ব আজিজুল হাসান (কাইয়ুম) ঘোড়া প্রতীক, এইচ. এম. যুবরাজ হালদার (ফয়সাল) রজনীগন্ধা, এ. কে. এম. আহসান কবির চশমা, কাইউম হালদার মোটর সাইকেল, বীথি জেবিন টেবিল ফ্যান, মোহাম্মদ কামরুল হাসান টেলিফোন ও শামীম মোল্লা পেয়েছেন আনারস প্রতীক।
প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন। সন্ধ্যায় একাধিক প্রার্থীর পক্ষে মাইকিং করতে দেখা গেছে ইউনিয়নটির বিভিন্ন এলাকায়
চলতি বছর উপজেলা নির্বাচনে অংশ নিতে দিঘিরপাড় ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন আরিফুল ইসলাম হালদার। ৯ এপ্রিল পদটি শূণ্য ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। পরবর্তীতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।