২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১১:১৫
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হরগঙ্গা কলেজের শিক্ষার্থীকে মারধর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের সবচেয়ে প্রাচীন, ঐত্যিহ্যবাহী এবং একইসাথে সবচেয়ে অস্থিতীশীল শিক্ষাঙ্গন সরকারি হরগঙ্গা কলেজে আবারও এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে অভিযুক্ত করে মুন্সিগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো রুবেল কে বেধড়ক পিটিয়েছে তারা। এ ঘটনার জন্য কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কে দায়ী করেছেন রুবেল। রুবেল নিজেও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

রুবেল জানিয়েছেন, তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এদিকে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর ফেইসবুক আইডি থেকে কলেজ শাখা ছা্ত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। সেখানে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ কে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

এদিকে খোজ নিয়ে জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের গঠণতন্ত্রে ছাত্রলীগের কোন সদস্যকে বহিষ্কার করার ক্ষমতা শুধুমাত্র কেন্দ্রীয় কমিটির।

হরগঙ্গা কলেজে এ ধরনের সহিংস ঘটনা এটাই প্রথম নয়। স্থানীয় কলেজ শিক্ষার্থীদের যোগসাজশে এবং বহিরাগত অছাত্রদের মিলিত একটি সিন্ডিকেট ক্ষমতাসীন বিভিন্ন সংগঠনের একাংশের নেতাদের ছত্রছায়ায় মাদক ব্যবসা থেকে শুরু করে শিক্ষার্থীদের জিম্মি করে হলের ভেতরে আটকে রেখে মারধর করে টাকা আদায়, ছিনতাই, চাদাঁবাজি সহ বহু ঘটনা ঘটিয়েছে এখানে।

জেলা পুলিশ সুপারের বাসভবন সংলগ্ম এই কলেজটিতে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের চেষ্টারও কমতি নেই। প্রশাসনের নির্দেশনায় কলেজ এর ভেতরে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। সার্বক্ষনিক পুলিশি তদারকিও আছে। এরপরও কমছে না অপরাধ।

error: দুঃখিত!