২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৬:৫১
তিন ভিলেনের প্রথম ছবি শুক্রবার
খবরটি শেয়ার করুন:

অাশীষ বিদ্যার্থী ও অমিত হাসান প্রথম একসাথে ছবি করেন ইফতেখার চৌধুরীর ‘অগ্নি টু’। ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার ছবিতে এই দুই ভিলেনের সাথে যোগ দেন রজতাভ দত্ত।

এই তিন তারকার একসাথে প্রথম কোনো ছবি মুক্তি পাচ্ছে- ‘ব্ল্যাক’। ৪ ডিসেম্বর রাজা চন্দ ও লিপু কিবরিয়া পরিচালিত ছবিটিতে দর্শক সোহম-মিমের রোমান্সের সাথে দেখতে পাবেন দেশের ও আন্তর্জাতিক আঙিনার ভিলেনদের দাপুটে পর্দা উপস্থিতি।

আশীষ বিদ্যার্থী ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। রজতাভ ও অমিত দুর্ধষ ভূমিকায় রয়েছেন ছবিতে।

error: দুঃখিত!