২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | রাত ১:৩৩
তাদের জন্য প্রথম বিজয় দিবস
খবরটি শেয়ার করুন:

সারা দেশ আজ মেতছে৪৫তম বিজয় দিবস উদযাপনে। কিন্তু এই জনপদেই প্রথমবারের মতো বিজয় দিবস উদযাপনের সুযোগ পাচ্ছেন কিছু মানুষ।  কয়েক মাস আগেও যারা ছিলেন ভারতের অংশ, তারাও আজ বাংলাদেশের অধিবাসী হিসেবে শরিক হয়েছে বিজয়ের আনন্দে। বিলুপ্ত হয়ে যাওয়া ছিটমহলগুলোতে চলছে বিজয় দিবস উদযাপনের নানা আয়োজন।

পঞ্চগড় জেলার সাবেক ছিটমহল গারাতীতে বাংলাদেশের নামকরা শিল্পীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হবে বিজয় দিবেসের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশ নেবেন বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাও। এ বিষয়ে বন্যা বিবিসি বাংলাকে বলেন, ‘বেলা আড়াইটার দিকে সেখানে অনুষ্ঠান শুরু হবে। এখানকার স্থানীয় মানুষেরা, স্কুলের ছেলেমেয়েরা আর আমরা মিলে জাতীয় সঙ্গীত গাইব।’

‘ওরাতো অতি সম্প্রতি জাতীয় সঙ্গীত গাইতে শুরু করেছে। সেটা যাতে যথার্থভাবে তারা গাইতে পারে এবং যখন আমরা জাতীয় সঙ্গীত গাই তখন আমাদের ভেতরে যে অনুভূতিটা হয়—অহংকার,ভালবাসা, আবেগ –এই জিনিসগুলো যাতে ওদের মধ্যেও কাজ করে, সেটাই আমাদের উদ্দেশ্য’, বলছিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

১৯৪৭ সালের দেশবিভাগের পর ভারত এবং সাবেক পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের অভ্যন্তরে থাকা ছিটমহলগুলোর বাসিন্দারা কার্যত বন্দী দশা কাটিয়ে আসছিলেন। তারা একদেশের নাগরিক হয়ে পরবাসীর মতো জীবন কাটাচ্ছিলেন আরেক দেশের পেটের ভেতর। চলতি বছর পয়লা অগাস্টের প্রথম প্রহরে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ছিটমহলগুলো দুদেশের মূল ভূখণ্ডের সাথে একীভূত হয়ে যাবার মধ্য দিয়ে তাদের দীর্ঘ সেই ভোগান্তির অবসান হয়।

সূত্র: বিবিসি বাংলা

error: দুঃখিত!