সুজিত মন্ডল ও সৈকত নাসিরের পরিচালনায় যৌথ প্রযোজনায় কলকাতাতে শুরু হয়েছে ‘হিরো ৪২০’-এর শুটিং। এতে অভিনয় করছেন ‘অগ্নি-২’র ওম এবং ‘আশিকী’র নুসরাত ফারিয়া।
ওম, ফারিয়া ছাড়া ছবিটিতে অভিনয় করছেন ভারতের জনপ্রিয় নায়িকা রিয়া সেন। রিয়া সেন এর আগে ২০০১ সালে ঢাকায় ‘মনে পড়ে তোমাকে’ ছবিতে অভিনয় করেছিলেন। তার বিপরীতে অভিনয় করেছিলেন রিয়াজ।
সুজিত মন্ডল কলকাতা থেকে সেলফোনে জানান, ‘ওম এবং ফারিয়ার পর রিয়া সেনকে নিয়েছি। অলরেডি শুক্রবার রিয়ার শুটিংও হয়েছে কলকাতাতে। চমক লাগানো একটি চরিত্রে রিয়াকে দেখতে পাবে দর্শক।’
সৈকত নাসির কলকাতা থেকে সেলফোনে বলেন, ‘এরইমধ্যে কলকাতাতে শুটিং শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত এখানে শুটিং শেষে পহেলা ডিসেম্বর থেকে ব্যাংককে গানের শুটিংয়ে রওনা হবে ইউনিট। ব্যাংককে টানা ১৮ ডিসেম্বর পর্যন্ত শুটিং শেষে ভারতের হায়দারাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং হবে।
এরপর ১ জানুয়ারি থেকে ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শুটিংয়ের মাধ্যমে ক্যামেরা ক্লোজ হবে।’
ওম, ফারিয়া এবং রিয়া সেন ছাড়া এতে আরো অভিনয় করছেন আশীষ বিদ্যার্থী, আশুতোষ রানা, খরাজ মুখার্জি, বিশ্বনাথ বসু, প্রত্যাশী চত্রবর্তী, তানভির তনু, রেবেকা ও লকেট চ্যাটার্জি।