১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ২:৫৮
ডাকাতি করতে গিয়ে গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ
খবরটি শেয়ার করুন:

হবিগঞ্জ সদর উপজেলার শিকারপুর গ্রামে এক বাড়িতে দুর্র্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির এক গৃহবধূকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে নগদ টাকা ও মালামাল লুটে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, শিকারপুর গ্রামের ছানু মিয়া শনিবার রাতে বিলে মাছ শিকার করতে যান। এ সুযোগে রাত আড়াইটার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত তার ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখে এবং ছানু মিয়ার স্ত্রী সোহাগী (ছদ্মনাম) (২৫) শ্লীলতাহানির চেষ্টা চালায় এক পর্যায়ে তাকে আহত করে ডাকাতরা পালাক্রমে ধর্ষন করে।

এ সময় তিনি শোর চিৎকার করলে ডাকাতরা তাকে গলায় চেপে ধরে রাখে। এক পর্যায়ে তিনি টানাহেচড়া করলে ডাকাতরা উত্তেজিত হয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করে। পরে ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

error: দুঃখিত!