মেরিলিন মনরো। পঞ্চাশ দশকের হলিউড যার বন্দনায় মুখর। যার রূপের খ্যাতি পশ্চিমের আকাশ পেরিয়ে পৌঁছেছে দুনিয়ার সব কোণায়। ছয় দশক ধরে তাকে চিত্রনায়িকার মডেল মানছে গোটা বিশ্ব। সেই মনরোর বিশ্বখ্যাত ভঙ্গিমায় কেন বিপাশা কবির? কেন বাংলা মুল্লুকের এই আইটমে গার্লকেই মনরোর সাজ-পোশাকে রূপালি পর্দায় উপস্থাপন করতে চলেছেন ‘রাজনীতি’র পরিচালক বুলবুল বিশ্বাস?
বুলবুল জানালেন, দেশের শীর্ষ নায়িকাদের প্রায় প্রত্যেককেই প্রস্তাব দেয়া হয়েছিল ‘রাজনীতি’র আইটেম সংটিতে পারফর্ম করার জন্য। রাজি হননি কেউ-ই। পরে একজন নায়িকার সঙ্গে সবকিছুই ঠিকঠাক হয়ে গিয়েছিল। শেষ মুহূর্তে সেই নায়িকা অপু বিশ্বাসের দোহাই দিয়ে কেটে পড়েন।
বাধ্য হয়ে বিপাশা কবিরের হাতেই মনরোকে তুলে দেন বুলবুল। জানুয়ারীর ৩০, ৩১ এবং ফেব্রুয়ারীর ১ তারিখ পূবাইলের উলুখোলার ‘মেঘ বাড়ি’ রিসোর্টে গানটি চিত্রায়িত হয়েছে। গানটিতে বিপাশা ছাড়াও অংশ নেন অমিত হাসান, শিবা সানু এবং ডিজে নাদিম।
পরিচালক বুলবুল জানালেন, মেরিলিন মনরোর একনিষ্ঠ ভক্ত তিনি। মনরো বিখ্যাত ছবি ‘সেভেন ইয়ার ইয়াচ’ বারবার দেখেন তিনি। তার গোপন বাসনা ছিল, কখনো তিনি চলচ্চিত্রে এলে মনরোকে কয়েক সেকেন্ডের জন্য হলেও তার ছবিতে আনবেন। বলা যায় নির্মাতার স্বপ্নপূরণ হলো এবার।
বিপাশা অভিনীত গানটির শিরোনাম ‘প্রেমের জন্য জীবন বাজি প্রেমের এই রীতি, প্রেমের মাঝে চলবে না রে কোন রাজনীতি’। কবির বকুলের লেখা এই গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান। আর কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী।
‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, আনিসুর রহমান মিলন, অমিত হাসান, আলী রাজ, সাদেক বাচ্চু, ডি জে সোহেল, সাবেরী আলম, রেবেকা, সম্পা রেজা, দেবাশীষ বিশ্বাস, সিবা শানু, সুব্রত প্রমুখ।
শিগগিরই অপু বিশ্বাস ‘রাজনীতি’র শুটিংয়ে অংশ নেবেন বলে বুলবুল জানান। এর মধ্য দিয়ে বিরতি শেষে কাজে ফিরবেন অপু।