টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শিশির আহম্মেদ ওয়াশিমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। গাজিপুরের কালিয়াকৈর থানায় ২০০৬ সালের দায়ের করা ১০(০৯)২০০৬ মামলায় শিশিরকে এই যাবজ্জীবন সাজা প্রদান করে আদালত।
টঙ্গীবাড়ী থানার এএসআই মোশাররফ হোসেন জানান, জয়নাল আবেদিন দির্ঘদিন যাবৎ তার নিজ এলাকা টঙ্গীবাড়ীর বেতকায় পলাতক ছিলো। সে বেতকা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।