উপজেলার দিঘীরপাড় বাজারের দুধ পট্টি এলাকা থেকে শনিবার সকাল ১১টায় সিরাজুল ইসলাম(৫৫)নামে এক গাজা ব্যবসায়ীকে ৫০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করেছে টঙ্গীবাড়ী থানা পুলিশ।
টঙ্গীবাড়ী থানা এএস আই মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজা বিক্রি করা আবস্থায় তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ ঐ এলাকায় গাজাসহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সিরাজুল ইসলাম উপজেলার দক্ষিন মূলচরের মৃত বাচ্চু শেখের ছেলে।