১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | বিকাল ৫:৪৩
টঙ্গিবাড়ীতে স্বামীর গোপনাঙ্গে স্ত্রীর আঘাতে স্বামীর মৃত্যু
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে কবির হোসেন (২৬)নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে টঙ্গিবাড়ীর উত্তর বেতকা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কবির হোসেন বেতকা ইউনিয়নের উত্তর বেতকা গ্রামের শফি আলমের ছেলে।

এদিকে, স্বামী হত্যার অভিযোগে স্ত্রী ইয়াসমিন আক্তারকে (২০) আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে, শনিবার দিনগত রাতে উত্তর বেতকা গ্রামের নিজ বসতঘরে স্বামী কবির হোসেনের সঙ্গে স্ত্রী ইয়াসমিন আক্তারের ঝগড়া হয়। এ সময় দুইজনই হাতাহাতিতে লিপ্ত হলে এক পর্যায়ে স্ত্রী তার স্বামী গোপনাঙ্গে আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্বামী কবির হোসেনের মৃত্যু হয়।

টঙ্গিবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফিরোজ আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী ইয়াসমিন আক্তারকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আরও বিস্তারিত জানা যাবে।