মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে করোনা মহামারিতে ক্ষতিগ্রস্থ জনগণের মাঝে ঢাকা ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির উদ্যোগে তৃতীয় ধাপে ৮০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় দিঘিরপাড় ইউনিয়নের মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ইসলামপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব শেখ মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মো. লুৎফর রহমান।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম রাব্বানী শান্ত।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দিঘিরপাড় ৮ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মোশারফ হাসান খানঁ, দিঘিরপাড় ইউনিয়নের সাবেক যুবলীগের সহ-সভাপতি মো. সোহরাব খান প্রমুখ। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ১ কেজি, ২ প্যাকেট সেমাই।