৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সন্ধ্যা ৬:৪২
টংগিবাড়ীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ আগষ্ট, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার টংগিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ৭৫টি পরিবারের মধ্যে ৭৫ বান ঢেউটিন ও প্রতি জনকে ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।

টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব জগলুল হালদার ভুতু, টংগিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব হাফিজ আল আসাদ বারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নাহিদ খান ও অ্যাডভোকেট নাসিমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, সাবেক ছাত্র নেতা আহসান কবির ও উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

error: দুঃখিত!