শেখ রাসেলঃ মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার পাঁচগাও ও হাসাইল বানারী ইউনিয়নের ৪৫০ টি পানিবন্দি বন্যাদুর্গত পরিবারের মাঝে চাল, ডাল,আলু ও পানি বিশুদ্ধকরন ট্যাবলেট বিতরন করা হয়েছে।
রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার পাঁচগাও ইউনিয়নের ১৫০ টি ও হাসাইল বানারী ইউনিয়নের ৪৫০ পানিবন্দি পরিবারের মাঝে এই ত্রান বিতরন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ও জেলা অাওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজি ওয়াহিদ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসাইল বানারী ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন হাওলাদার, পাঁচগাও ইউনিয়ন চেয়ারম্যান আলি আহম্মদ শেখ, ইদ্রিস মেম্বার,আলি আকবর ঢালী,হাসাইল বানারী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ফয়সাল হাওলাদার, যুবলীগ নেতা তাজুল মুন্সী প্রমুখ।
ইঞ্জিনিয়ার কাজি ওয়াহিদ জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি’র পক্ষ থেকে এ ত্রান বিতরন করা হয়।
জনগনের সেবায় আওয়ামী লীগ সবসময় সজাগ থেকে কাজ করে যাচ্ছে।