১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:০৯
জোর করে নেয়া ৩ লাখ টাকা ফেরত এনে বন্যার্তদের দিলো হরগঙ্গার শিক্ষার্থীরা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কোচিংয়ের নামে জোর করে আদায় করা ৩ লাখ টাকা কলেজ কতৃপক্ষের কাছ থেকে উদ্ধার করে বন্যার্তদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনে পাঠিয়েছে মুন্সিগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ইসলামী ব্যাংক মুন্সিগঞ্জ শাখায় গিয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে টাকা জমা দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, চলতি বছরের শুরুর দিকে এইচএসসি ২৪ ব্যাচের ১ হাজার ৮৫০ শিক্ষার্থীর কাছ থেকে কলেজ কতৃপক্ষ কোচিংয়ের নামে ১ হাজার টাকা করে আদায় করেন। টাকা না দিলে বা এ বিষয়ে মুখ খুললে রেজিষ্ট্রেশন/এডমিট কার্ড দেয়া হবে না এরকম ইত্যাদি ভয় দেখানো হয়। তাই এতদিন কেউ ভয়ে মুখ খোলেননি। গেল ৫ আগস্ট সরকার পতনের পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা সরব হয়ে উঠেন। পরে তারা কলেজ কতৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করে ৩ লাখ টাকা আদায় করেন।

এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থীরা আদায়কৃত ওই টাকা দেশে চলমান বন্য পরিস্থিতিতে ভুক্তভোগী মানুষের কল্যাণে পাঠানোর সিদ্ধান্ত নেন। এরপর বন্যার্তদের জন্য টাকা পাঠানো হয় সেবামূলক প্রতিষ্ঠান আস সুন্নাহ ফাউন্ডেশনের ব্যাংক অ্যাকাউন্টে।

error: দুঃখিত!