১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:১৩
জেলা পুলিশের মহাসমাবেশ অাজ, সরাসরি সম্প্রচার করবে বৈশাখী টেলিভিশন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিংকে জনপ্রিয় করে তুলতে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদকবিরোধী কনসার্ট-২০১৭ অাজ অনুষ্ঠিত হচ্ছে।

এর উদ্যোক্তা জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল অালম ফুয়াদ (পিপিএম)। যিনি জেলায় তার সন্ত্রাস ও মাদকবিরোধী স্পষ্ট ভুমিকার জন্য সাধারণ মানুষের কাছে ইতোমধ্যে গ্রহনযোগ্য হয়ে উঠেছেন।

অাজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল এমপি ও অাইজিপি এ কে এম শহীদুল হক (বিপিএম), (পিপিএম)।

এদিকে এই অনুষ্ঠানকে ঘিড়ে কৌতুহল তৈরি হয়েছে মানুষের মধ্যে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে টানানো হয়েছে তোরণ ও সন্ত্রাস-মাদকবিরোধী ফেষ্টুন। পুলিশের উদ্যোগে এ ধরনের বড় অায়োজন মুন্সিগঞ্জে প্রথম।

অনুষ্ঠানসুচীর মধ্যে রয়েছে দুপুর আড়াইটায় মুন্সিগঞ্জ পুলিশ লাইন থেকে ষ্টেডিয়াম পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা।

বিকেল ৩ টায় সভাপতির ভাষনের মধ্য দিয়ে শুরু হবে মূল সমাবেশের কার্যক্রম।

সন্ধ্যায় রয়েছে মাদক বিরোধী কনসার্ট। এতে দেশ বিদেশের স্বনামধন্য শিল্পীরা গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটি রাত ৮টা থেকে সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বৈশাখি টেলিভিশন’

পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম কমিউনিটি পুলিশিং সমাবেশ ও মাদক বিরোধী কনসার্টে উপস্থিত থাকার জন্য জেলার সর্বস্থরের সাধারণ মানুষকে আমন্ত্রন জানিয়েছেন।

error: দুঃখিত!