মুন্সিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১০,১১,১২নং ওয়ার্ডে সংরক্ষিত অাসনে মহিলা সদস্য পদপ্রার্থী মোরশেদা বেগম লিপি বই মার্কা নিয়ে এগিয়ে রয়েছেন।
তিনি এই ওয়ার্ডগুলোতে জনপ্রিয়তা ও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে শক্তিশালী প্রার্থী।
নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে অাশাবাদী কি না এমন প্রশ্নের জবাবে লিপি ‘অামার বিক্রমপুর’-কে বলেন, ‘স্থানীয় নির্বাচন কমিশনের প্রতি সম্পূর্ণ অাস্থা অাছে’
১১নং ওয়ার্ডের অাওতাধীন পঞ্চসার ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য শহীদূল ঢালী জানিয়েছেন, ‘এখানকার ভোটাররা সংরক্ষিত অাসনের পদপ্রার্থী লিপির অনুকূলে রয়েছেন।’
নাম প্রকাশ না করার শর্তে টঙ্গিবাড়ী উপজেলার একটি ইউনিয়নের চেয়ারম্যান ও বলেছেন, ‘বিপুল ভোটে বিজয়ী হবেন লিপি’
মুন্সিগঞ্জ পৌর অাওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোল এর সহধর্মিনী, সাবেক শিক্ষক মোরশেদা বেগম লিপি। পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক তিনি। বর্তমানে কলাবাগান লেক সার্কেল স্কুলে শিক্ষকতা করছেন তিনি।