শিহাব অাহমেদ: ঔদ্ধত্যপূর্ণ অাচরণ ও পরিবহন চাঁদাবাজি তে অভিযুক্ত মুন্সিগঞ্জের ট্রাফিক সার্জেন্ট জুলমতের বিষয়ে খোজ নিতে গিয়ে বের হয়ে অাসছে একের পর এক লোমহর্ষক তথ্য।
জুলমত সব জায়গায় নিজেকে ‘গোপালগঞ্জ’ এর বাসিন্দা পরিচয় দিয়ে অপকর্ম চালিয়ে গেলেও তথ্য বলছে জুলমতের জন্মস্থান যশোরে।
যশোর খুলনা বিভাগের অধীন একটি জেলা অার ‘গোপালগঞ্জ’ ঢাকা বিভাগে।
মূলত জুলমতের জন্ম যশোরে অার বৈবাহিক সূত্রে তার শশুর বাড়ী ‘গোপালগঞ্জে’
জুলমত কে নিয়ে ‘অামার বিক্রমপুর’ এ সদ্য প্রকাশিত ‘চাইলেই সব পারেন মুন্সিগঞ্জের ট্রাফিক সার্জেন্ট ‘গোপালগঞ্জের জুলমত’!‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর ট্রাফিক সাব-ইন্সপেক্টর জুলমতের বিয়ষে তদন্তে অাসা পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিঅাই) এর একজন উর্দ্ধতন কর্মকর্তা জানিয়েছেন এ তথ্য।
পিবিঅাই হচ্ছে সরাসরি অাইজিপি’র অধীনে একটি সংস্থা। কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অানীত অভিযোগ এরা তদন্ত করে থাকে। এছাড়া জটিল মামলাগুলোর তদন্তের দায়িত্বও দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিঅাই) কে।
বিয়ের পরে শশুর বাড়ীর পরিচয়ে বা অধীনে থাকার কথা খ্রিষ্টান ধর্মালম্বীদের একাংশে বলা হলেও ইসলাম ধর্মে এরকম কিছু নেই। এদিক দিয়েও টিএসঅাই জুলমত ‘ইসলাম’ ধর্মের অনুসারী।
এক্ষেত্রে জুলমতের নিজেকে ‘গোপালগঞ্জ’ এর বাসিন্দা পরিচয় দেয়া সরাসরি মিথ্যাচার।