মুন্সিগঞ্জ, ২৯ ডিসেম্বর ২০২৪, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
‘পৃথিবীতে খুব কম সংখ্যক লোক আছে,
যারা পাপের পুনশ্চ করতে
নরক থেকে পৃথিবীতে আসে
এতটুক উপলব্ধি করতে পারি
আমি তারই একজন’
কথাগুলো লেখক ও কবি অমিত হাসানের। সম্প্রতি জীবনচরিত্র নিয়ে ‘কৈলাসচন্দ্রিমা’ নামে প্রথম উপন্যাস রচনা করেছেন এই লেখক।
‘কৈলাসচন্দ্রিমা’ তে তিনি লিখেছেন, ‘মায়ের কোল থ্যাকা নাইমা বাপের হাত ধইরা বাজারে যাওয়ার পথে খোঁজতে লাগলাম —আমার পরিচয় কী?’
‘শৈশব শেষ কইরা কৈশোরে আইয়া নানান পরিচয় পাইয়া যৌবনে আইয়া দেহি —আমার পরিচয় যথাযথ যাযাবর। দয়ালই জানে আমার মৌবনের পরিচয়। পরিচয়ের এই দিকদারিতে কোনদিন জানি মরণ আইয়া কয়— পরিচয় তোর মৃত্যু, কেবলই মৃত্যু!’
কৈলাসচন্দ্রিমা’র মোড়ক উন্মোচন হয়েছে গত ২৭ ডিসেম্বর বিডি ক্লিনের ৮ম সমন্বয়ক সম্মেলনে। বইটি উন্মোচন করেন, বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক জহিরুল ইসলাম রবি।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, সারাদেশ থেকে আসা বিডি ক্লিনের ৬৫০ এর অধিক সমন্বয়ক। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুঁড়েঘর ব্যান্ডের ফাউন্ডার ও ভোকালিস্ট তাসরিফ খান।
অমিতের উপন্যাস সম্পর্কে তাসরিফ খান বলেন, ‘বইটি তার সর্বোচ্চ মর্যাদা পাক এবং সার্থক হোক।’
অমিত হাসানের এটি দ্বিতীয় বই এবং প্রথম উপন্যাস। এর আগে ‘মস্তিষ্ক যহন তরুণ’ শিরোনামে কবিতার বই লিখেছেন তিনি।
অমিত হাসান বলেন, ‘লেখালেখি আমার দেহ, বই হলো আত্মা। এর মধ্যেই বেঁচে থাকতে চাই এবং মৃত্যুও বইয়ে হোক। তিনি বলেন, ‘বই এমন একটি অস্ত্র যা যুদ্ধকে পরিণত করে ফুলে। বই শান্তি বহন করে তাই সবাইকে বই পড়ার আহবান করি। এই শহর বইয়ের হোক এই জগৎ হউক বইয়ের।’
বইটি সংগ্রহ করতে চাইলে মুন্সিগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘শহরতলী বুক’স এন্ড লাইব্রেরীতে (বিডি ক্লিন মুন্সিগঞ্জ অফিস) যোগাযোগ করতে হবে। বইয়ের মুদ্রিত মূল্য ২৯০ টাকা। বর্তমানে ৩০ শতাংশ ছাড়ে পাওয়া যাবে ২০০ টাকায়।