মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বেসরকারি সংস্থা শর্ট বাই শর্ট এর আয়োজনে ‘তোমার চোখে বাংলাদেশ’ নামক ফটোগ্রাফি প্রতিযোগিতায় মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ঐতিহ্যবাহী নিদর্শনের ছবি তুলে পুরস্কার হিসেবে আইফোন জিতেছেন চিত্রগ্রাহক তুষার চন্দ্র রায়। তিনি পৌরসভার খালইষ্ট এলাকার কার্তিক চন্দ্র রায়ের পুত্র ও সাংবাদিক জিতু রায়ের ছোট ভাই।
বুধবার বিকালে গোপালগঞ্জ জেলার পৌরপার্ক মুক্তমঞ্চে প্রতিযোগিতার ঢাকা বিভাগের জেলাসমূহের চ্যাম্পিয়নদের মাঝে পুরষ্কার হিসেবে আইফোন ১৪ মডেলের মোবাইল তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিত্রনায়ক ইমন, ব্যাচেলর পয়েন্টের অন্তরা খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন, নাট্য অভিনেত্রী শামীমা তুষ্টি শশী এবং গোপালগঞ্জ জেলার মেয়ে অভিনেত্রী তানভিন সুইটি।