একজন কণ্ঠশিল্পী ও তাঁদের দলের অন্যান্য সদস্যদের ব্যস্ত থাকতে হয় গান নিয়ে। তাঁরা সব সময় ডুবে থাকেন গানের ভুবনে। সচারচর তাঁদের সাধারণ পরিবেশে দেখা যায়না। তবে হুটহাট মন চাইলে বের হয়ে যান। তেমনটাই ঘটলো আজ ২৬ ডিসেম্বর সন্ধ্যারপর।
কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদ, বাশী বাদক জালাল ও আমেরিকায় থাকা মিথুন বের হয়েছিলেন সাধারণ পরিবেশে। তাঁরা সবাই চায়ের দোকানে চা খেয়ে আড্ডা দিয়েছেন। আর সেই ছবি তুলে দিয়েছেন হাবিবের ফ্যানপেইজে।