জনপ্রিয় সংগীতশিল্পী লাকী আখন্দ বর্তমানে অসুস্থ হয়ে ঢাকার পিজি হাসপাতালে ভর্তি রয়েছেন। সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) চলছে তার চিকিৎসা। জানা যায় গত ১ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে রয়েছেন।
তার পারিবার সূত্রে জানা যায়, ফুসফুস ও হৃদযন্ত্রে অতিরিক্ত পানি জমেছে তার। লাকী আখন্দকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ভারত অথবা থাইল্যান্ড নিয়ে যাওয়া হতে পারে।
অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন লাকী আখন্দ। এর মধ্যে ‘আমায় ডেকনা’, ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’ অন্যতম।