মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল, ২০২০, গাজী মাহমুদ পারভেজ (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় চতুর্থ বারের মত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী সকাল ৯ টায় নিতে এসে সহায়তা মিললো দুপুর প্রায় সাড়ে ১১ টায়।
প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট প্রচন্ড প্রখর রোদে মাঠে বসে অপেক্ষার প্রহর গুনতে হয় তাদের। এই সময়ে ত্রাণের লাইনে দাঁড়িয়ে মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়েন অনেক বয়স্ক মানুষ।
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন পরিষদে ত্রাণ নিতে এসে গতকাল বুধবার ভোগান্তির শিকার হয়েছেন কয়েকশ ত্রাণ প্রার্থী মানুষ।
রমজান মাস হওয়ায় কষ্টের মাত্রা ছিলো বেশী। একপর্যায়ে ত্যক্ত-বিরক্ত এসব মানুষ ত্রাণের আশা বাদ দিয়ে বাড়ি চলে যেতে উদ্যত হন। পরে তাদেরকে আবার বসানো হয়।
ভবেরচর ইউনিয়নের ৫শ দরিদ্রের মাঝে ত্রাণ দিতে জড়ো করা হয় ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে। ত্রাণ বিতরনের সময় দেয়া হয়েছিলো সকাল ১০ টায়। কিন্তু আনুষ্ঠানিকভাবে ত্রাণ দেয়ার এই আয়োজনে ত্রাণ প্যাকিং এর বিলম্বতায় ত্রাণ প্রার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
অনেকে রোজা রেখে প্রচন্ড রোদে বসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ত্রাণ নিতে আসা নাম প্রকাশ না করা এক ব্যাক্তি জানান, ৯ টা ৪০ মিনিটে ত্রাণ নিতে তিনি স্কুল গেইটে আসেন। মাঠে প্রবেশ করে ১০ টায় লাইনে দারান। আর ত্রাণ মিলে সোয়া ১২ টায়।
সেই ব্যাক্তি আরো জানান, ত্রাণের অপেক্ষায় বয়স্ক মানুষদের অনেকে ত্রাণের লাইনে মাঠে ঘুমিয়ে পড়েন। ১০ টায় ত্রাণ দেবার কথা থাকলেও ত্রাণ প্রার্থীদের অনেকে সকাল ৮/৯ টার মধ্যে চলে আসেন স্কুল গেইটে কেউবা আবার আসেন ইউনিয়ন পরিষদের সামনে।
দুপুর সাড়ে ১১ টায় ত্রাণ তদারকির দায়িত্বে নিয়োজিত থাকা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো.আসাদুল ইসলাম, ভবেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাহিদ মোঃ লিটন ত্রাণ বিতরন করেন।
পড়ে দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসান সাদী, ভবেরচর ইউপি সদস্য বেগম মাকসুদা আক্তার, মোঃ রোকনুজ্জামান, মোঃ মামুন শিকদার, মোঃ ফারুক হোসেন সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ইউনিয়ন সুত্র জানায়, বিভিন্ন শ্রেণীর ৫শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা হিসেবে ১০ কেজি করে চাল, আধালিটার সোয়াবিন তেল দেয়া হয়েছে।