মুন্সিগঞ্জ, ২৬ জুন, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া গ্রাম থেকে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, দিন ইসলাম ও শাহাবুদ্দিন সরকার নামের ৩ মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ ।
শুক্রবার (২৬ জুন) সকালে চরবাউশিয়া গ্রামের ধনু মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য নজরুল ইসলামে নিজ বাড়ির সামনে থেকে ১৪০ পিছ ইয়াবা সহ ওই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ ।
গজারিয়া থানা এসআই ডালিম ফকির জানান, নজরুল ইসলাম এর নিকট হতে ৪৮টি, দিন ইসলাম এর নিকট হতে ৪৫টি, শাহাবুদ্দিন সরকারের কাছ থেকে ৪৭টি মোট ১৪০ ইয়াবা সহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত ৩ জনের নামে মাদক মামলা প্রক্রিয়া চলছে। শনিবার সকালে মুন্সিগঞ্জ কোর্টে পাঠানো হবে।