১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:০৬
গজারিয়ায় মাছ ধরার জাল ছেড়াকে কেন্দ্র করে হামলা, আহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ৮ নভেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীতে মাছ ধরার জাল ছেড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আমান উল্লাহ্ (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তি গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গত ২৯ অক্টোবর (মঙ্গলবার) বিকালে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রাম সংলগ্ন গোমতী নদীর ট্রলার ঘাটে এঘটনা ঘটে। আহত আমান উল্যাহ গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

থানা অভিযোগ সুত্রে জানা যায়, ২৯ অক্টোবর (মঙ্গলবার) বিকালে নদীতে মাছ ধরার জাল ছেড়াকে কেন্দ্র করে ভাষারচর গ্রামের মহিউদ্দিন পিতা মৃত বারেক, ফয়সাল পিতা মহিউদ্দিন, বছির পিতা মৃত বারেক মিলে দেশীয় অস্ত্র দা, কাঠের ডাসা, বাঁশের লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে কুপিয়ে আমান কে আহত করে। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষরা পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় আমান কে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমান গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আমান উল্লাহ্ বাদী হয়ে ২৯অক্টোবর গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করলে, ঘটনার ১০দিন পরে শুক্রবার (০৮নভেম্বর) বিকালে মামলা রেকর্ড করে থানা পুলিশ।

error: দুঃখিত!