মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার দড়ি বাউশিয়া এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় তিনজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রাইভেটকার চালক সজল, একই এলাকার রতন চন্দ্র দাস (২৮) ও কাজল রানী দাস (১৭)। সজল ছাড়া বাকি দু’জন একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আহতদের নাম জানা যায়নি। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান জানান, সকালে পাঁচজন প্রাইভেটকারে করে ঢাকা থেকে দাউদকান্দি যাচ্ছিলেন। পথে গজারিয়ার দড়ি বাউশিয়া এলাকায় এলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এসময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। এসময় সজলসহ বাকি তিনজন গুরুতর আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সজলও মারা যান।