আমিরুল ইসলাম নয়নঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কলেজ ছাত্রীকে ইভটিজিং এর অপরাধে বাবলু (৩০) নামে এক সিএনজি চালককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে কলেজ ওই ছাত্রীকে ইভটিজিং করার সময় বাবলুকে হাতেনাতে আটক করে এলাকাবাসী । পরে তাকে আটকে রেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে তাকে আটক করে পুলিশ। বরিবার সকালে ভ্রাম্যমাণ অাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান তাকে দশ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করে।
ছাত্রীর স্বজনরা জানান, গজারিয়া কলিম উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের কলেজ শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ওই ছাত্রী নিজ বাড়ী গুয়াগাছিয়ায় থেকে কলেজে আসা যাওয়ার পথে সিএনজি চালক বাবলুকে প্রায়ই থাকে ইভটিজিং করতো। বিষয়টি ওই ছাত্রী তার স্বজনদের অবগত করলে বাবলু ও তার স্বজনকে একাধিকবার নিষেধ করে ওই ছাত্রীর স্বজনরা। তবে বার বার নিষেধ করা সত্বেও ইভটিজিং বন্ধ করেনি বাবলু। সর্বশেষ শনিবার কলেজ থেকে ফেরার পথে ইভটিজিং করার সময় বাবলুকে হাতেনাতে আটক করে এলাকাবাসী।
গজারিয়া থানার এসআই হাবীবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমান করা হয়েছে। জরিমানার টাকা আদায় পূর্বক মুচলেকার মাধ্যমে তাকে রবিবার বিকেলে ছেড়ে দেয়া হয়েছে।