২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৫:৩৯
গজারিয়ায় নেতার ভাই গ্রেপ্তার
খবরটি শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার দুপুরে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তৈতুতলা গ্রাম থেকে মো: জুয়েল প্রধানকে (২৮) গ্রেপ্তার করেছে গজারিয়া থানার পুলিশ। তার পিতার নাম হচ্ছে গিয়াস উদ্দিন প্রধান।

জুয়েল প্রধান গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক আল-আমিন প্রধানের ভাই।

গজারিয়া থানার এস আই মো: ইলিয়াস হোসেন ঘটনার জানান, বালুয়াকান্দি ইউনিয়নের তৈতুতলা গ্রামের মো: গিয়াস উদ্দিন প্রধানের ছেলে জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন ও তদন্তাধীন রয়েছে । এ ছাড়াও একাধিক মামলায় তার বিরুদ্ধে আদালতে পরোয়ানা রয়েছে।

জুয়েলের বড় ভাই আ‘লীগ নেতা আল-আমিন প্রধান দাবি করেন পুলিশ তার ভাইকে গ্রেপ্তারের পর অমানুষিক নির্যাতন করে।

পুলিশ অভিযোগ অস্বীকার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পরই তাকে আদালতে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!