নিজস্ব প্রতিবেদকঃ সিরাজদিখানে প্রথম শ্রেণির এক স্কুল ছাত্রীকে (৭) ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত পরশ আলীকে (২০) গ্রেফতার করেছে সিরাজদিখান থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনচর গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত ব্যক্তির বাড়ি উপজেলার লতব্দী গ্রামে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সিরাজদিখান থানায় মামলা হয়েছে।
মামলার আর্জি সূত্রে জানা যায়, নতুনচর গ্রামের প্রথম শ্রেণির এই ছাত্রীকে চকলেট খাওনোর লোভ দেখিয়ে একই গ্রামের দিন ইসলামের পুত্র পরশ আলী বাড়ীর পাশে একটি ধনিছা ক্ষেতে নিয়ে গিয়ে ছাত্রীটির জামা কাপড় খুলে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় ছাত্রীটি চিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে।
সিরাজদিখান থানার এস আই আমিনুল হাসান জানান, এ ঘটনায় থানায় ছাত্রীর মা বাদী হয়ে ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর ধর্ষককে গ্রেপ্তার করা হয়।